ডেস্ক নিউজ : বাংলাদেশের নারায়ণগঞ্জ নগরীর ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের সমর্থকদের হামলায় মেয়র সেলিনা হায়াৎ আইভী ও কয়েকজন সাংবাদিকসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এসময় প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আজ (মঙ্গলবার) বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক শর্ট গানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার দিকে ‘হকার মুক্ত ফুটপাত চাই’ স্লোগান ধরে লোকজন নিয়ে চাষাঢ়ার দিকে হেঁটে আসছিলেন সেলিনা হায়াৎ আইভী। এ সময় সায়েম প্লাজা থেকে আইভীর লোকজনের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলিও ছোড়া হয়। এ সময় ধাক্কাধাক্কিতে সড়কে পড়ে যান সেলিনা হায়াৎ আইভী। সমর্থকরা মানবদেয়াল তৈরি করে লাঠি ও ইটপাটকেলের আঘাত থেকে মেয়রকে প্রাণে রক্ষা করেন। তবে তাঁর পায়ে ইটের আঘাত লাগায় তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
এ সময় শহরের বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেল গেইট এলাকা থেকে চাষাঢ়া এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সংঘর্ষ ঠেকাতে পুলিশ দুই শতাধিক ফাঁকা গুলি ও বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।