২১ শতকের বৈশ্বিক মহামারী, বিশ্ব কাঁপছে করে তরতর,
প্রতিরোধে প্রায় ব্যর্থ সবাই, এবার ভরসা খোদার উপর।
করোনা ভয়ে দৃশ্যমান দান-অনুদান প্রত্যহ বাড়ছে সবখানে,
গরীবদের চেয়ে বহু চোরদের পেট ভরছে,কষ্টে বলেন জনগণে।
করোনার সংক্রমণে বাড়ছে আক্রান্ত আর মৃত্যু, উদ্বিগ্ন বিশ্ববাসী,
কাকে কখন করোনা ঝাপটা মেরে ধরে, যদি থাকে নেতিবাচক কাশি।
করোনার তরে বদলে গেছে সমাজ,কমে গেছে অনেকটা দুর্নীতি,
সবাই ভাবে কী হবে এহেন রঙ মঞ্চ দিয়ে, যদি সেথা না থাকে প্রীতি।
ধর্মকর্ম নিয়ে ব্যস্ত,একদল ডাকে আল্লাহকে পেতে করুণা,
বিশ্বজুড়ে অসহায়ত্বের বহিঃপ্রকাশ, তাই ধন্যবাদ করোনা।
আ হ জুবেদ
সাংবাদিক ও মানবাধিকার কর্মী