ডেস্ক নিউজ: দুর্নীতি করে আওয়ামী লীগ, তলব করা হয় বিএনপিকে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন কেউ চাইলেই দুর্নীতি করতে পারবে না। কেউ দুর্নীতি করতে চাইলে তাকে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে। রাজনীতির মতো দুর্নীতিকেও দলীয়করণ করা হয়েছে।
বর্তমান সরকারকে দুর্নীতিবাজ ও স্বৈরাচার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারকে জনস্রোতে ভাসিয়ে দিতে হবে। ইতোমধ্যে জোয়ার উঠেছে। এই জোয়ারের পানি কোনো বাঁধ দিয়ে বন্ধ করা যাবে না।
সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে কোনো নির্বাচন করার আগে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এছাড়া কোনো নির্বাচন করতে দেয়া হবে না।
তিনি বলেন, কারও বিভ্রান্তিকর তথ্য আমলে নেবেন না। অতীতেও বিএনপিকে ভাঙতে অনেক অপপ্রচার চালানো হয়েছে। এসব নতুন কিছু নয়। খালেদাকে কারাগারে নেয়ার পরও বিএনপিকে ভাঙতে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর নিউজ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাসহ অনেকে।