তৃতীয় দেশ সংযুক্ত আরব আমিরাত হয়ে যেসব কুয়েত প্রবাসীরা কুয়েতে ফিরতে চাচ্ছেন, তাদের অনেকেই এই মুহূর্তে ওই দেশটিতে আটকা পড়েছেন।
উদ্বিগ্ন আর উৎকণ্ঠার মধ্যে থাকা ওইসব প্রবাসীরা জানান, ইতিপূর্বে তাদের অনেকেরই আকামার মেয়াদোত্তির্ণ হয়ে গেছে।
এমতাবস্থায় অসহায় কুয়েত প্রবাসী বাংলাদেশিরা কুয়েত প্রবেশের অনুমতি পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে গত সপ্তাহে কুয়েতের সংসদীয় কমিটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৭ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব দেশের প্রবাসীরা কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে স্থানীয় নাগরিক ও গৃহকর্মী ভিসার প্রবাসীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়,
২১ ফেব্রুয়ারি থেকে পূর্বের দুই সপ্তাহের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হচ্ছে।
অন্যদিকে কুয়েতের সংসদীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৭দিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এর জন্য তিন, চার ও পাঁচ তারকা হোটেলে ৭ দিন ও ৬ রাত যাপনের মূল্যও নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির আগে যেসব কুয়েত প্রবাসীরা স্বল্পকালীন ছুটিতে বাংলাদেশে গিয়েছিলেন, তাদের অনেকেই তৃতীয় দেশ হয়ে কুয়েতে ফিরেছেন, কিছু সংখ্যক গৃহকর্মীর ভিসার প্রবাসীরা সরাসরি কুয়েতে ফিরেছেন। অনেকের কুয়েতে ফেরা সম্পূর্ণ অনিশ্চিত। কারণ তাদের আকামার মেয়াদোত্তির্ণ হয়ে গেছে।
?️আ হ জুবেদ