এম.আবদুল মন্নান, আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বাংলাদেশ কন্সুলেটে প্রতিবছরের ন্যায় গত শুক্রবার হয়ে গেল বাংলা বর্ষ বরণ ও বৈশাখী মেলা ১৪২৪।
স্থানীয় সময় বিকাল চারটার দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল এস বদিরুজ্জামান ফিতা কেটেমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন । মেলায় ছিলো নানা ধরণের ২৫টি স্টল। নিজেদের দেশকে তুলে ধরতে স্টলে বাহারি দেশীয় আয়োজন করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টান।
মেলায় নানা রঙের বৈশাখী পোশাক পরে প্রবাসীরা বিকাল থেকে জড়ো হতে থাকে কন্সুলেট প্রাঙ্গনে। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম পরিচিত হয় দেশীয় সংস্কৃতির সাথে। দেশীয় ঐতিহ্যবাহী বলি খেলাসহ নানা ধরনের দেশীয় খেলাধুলা প্রবাসীদের মনে বাড়তি আনন্দ দেয়। কন্সুলেট প্রাঙ্গন পরিণত হয় একটুকরা মিনি বাংলাদেশে।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান ছিলেন অনুষ্টানের প্রধান অতিথি। তিনি বিগত বছরের সকল ব্যথা গ্লানী মুছে আগামীর দিনগুলো সকল প্রবাসীদের জন্য যাতে সুখ ও সমৃদ্ধের হয় সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।
অনুষ্টানে দেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিতসহ প্রবাসী শিল্পীদের নানা পরিবেশনা উপস্থিত প্রবাসীদের মাতিয়ে রাখে। পরে রাষ্ট্রদূত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। এ সময় মিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই