মাহবুব সরকার , আমিরাত প্রতিনিধিঃ যেই মুহূর্তে ব্রেইন স্ট্রোকের স্বীকার আইসিইউতে ভর্তি হওয়া মায়ের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ আর্থিক যোগানের চিন্তায় ঘোর বিপাকে পড়ে চোখে মুখে অন্ধকার দেখছিলেন আর নির্ঘুম রাত কাটাতেন ঠিক সেই মুহূর্তে আশার প্রদীপের দেখা মিলল শপিং মলের রাফেল ড্রতে ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মোহাম্মদ হোসেন নামের বাংলাদেশি এক সিকিউরিটি গার্ড দুবাই মল গ্রুপের রাফেল ড্রতে ৪০ হাজার দিরহাম জিতলেন।
মোহাম্মদ হোসেন (৪০) দুবাইতে একটি সিকিউরিটি কোম্পানীতে গার্ডের কাজ করেন। তারঁ মাসিক বেতন ১২০০ দিরহাম। নিজের জন্যে একটি জ্যাকেট ক্রয় করে দুবাই শপিং মলস গ্রূপের ৪০,০০০ দিরহাম বা বাংলাদেশী টাকায় ৯ লক্ষ টাকার চেয়ে বেশি পরিমান টাকা তিনি জিতেছেন।
এই অর্থ দিয়ে তিনি তাঁর মায়ের চিকিৎসা করাবেন বলে জানালেন। তাঁর মা গত ডিসেম্বরে মাঝামাঝি ব্রেইন স্টোকে আক্রান্ত হয়েছিলো এবং তিনি তার মায়ের চিকিৎসার জন্যে সে অর্থ সংগ্রহ করতে পারেনি। তার মা গত এক মাস ধরে চট্টগ্রামের একটি হসপিটালের আইসিইউতে রয়েছেন। মাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার জন্য মোহাম্মদ হোসেনের যথেষ্ট পরিমাণ অর্থ ছিল না। দুবাই শপিং মলস গ্রুপ থেকে ৪০ হাজার দিরহাম রাফেল ড্র জেতার পর তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি তারঁ চট্রগ্রামে অবস্হানরত ভাইকে মায়ের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবা দেবার জন্য বলেছেন। কেননা তার মায়ের চেয়ে বড় আপন তাঁর আর কিছুই নাই।