মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে শীর্ষস্থানীয় ১০ জন হুন্ডি ব্যবসায়ীকে সনাক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ সারা দেশে ৬শত ২৫জন হুন্ডি ব্যবসায়ীকে সনাক্ত করা হয়।
চক্রের মূল হোতা বা সদস্যদের মধ্যে আছেন কতিপয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা, কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট এবং ইমিগ্রেশনের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী। অপরাধীরা এজেন্ট এবং সাব-এজেন্টের মাধ্যমে টাকা ও বিদেশি মুদ্রা ভারতসহ বিভিন্ন দেশে পাচার করছে। ওই টাকার একটি বড় অংশ দিয়ে কেনা হচ্ছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। আর এসব অস্ত্র জঙ্গিদের হাতে চলে গিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে সরকারের সংশ্লিষ্ট দফতরের অভিমত।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের তৈরি করা এই তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশের আইজি ও র্যাব মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। মৌলভীবাজার মিশনপাড়ার ইয়াওর রহমান, কমলগঞ্জের বিজয়, কুলাউড়ার রোমান মিয়া, শ্রীমঙ্গলের বকুল পাল, মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলায়েম গ্রামের উত্তর মুলায়েম এলাকার ও সাদিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী বাচ্চু মিয়া, বনশ্রী আবাসিক এলাকার এম.বি ক্লথ ষ্টোরের মালিক ডাঃ আব্দুল আহাদ, সাইফুর রহমান রোডে অবস্থিত শাহ মোস্তফা গার্ডেন সিটির স্বত্তাধিকারি আব্দুল মুহাইমিন মিয়া, ফ্লেক্সিলোড-বিকাশ ব্যবসায়ী মো. শামীম, সুমন আহমদ ও শমসেরগঞ্জের মোহাম্মদ আব্দুর রহিম, জকিগঞ্জের ব্যবসায়ী মুক্তাদির আহমেদ শামীম, আতিকুর রহমান আতিক, সেলিম খান, হারুনুর রশিদ, জয়নাল আবেদীন, আমীর আলী ও কানাইঘাটের পাথর ব্যবসায়ী হারিছ আলী।
বানিয়াচং থানার মোস্তাক আহমেদ, ইমরান আহমেদ, নবীগঞ্জের বাবুল মিয়া, চুনারুঘাটের জাবেদ খান, মাধবপুরের জসিম উদ্দিন, সুমন মিয়া, ডালিম মিয়া, ফরিদ মিয়া ও শাহজাহান মিয়া। তালিকাভুক্ত ৬শত২৫ জন হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে টাস্কফোর্স গঠন করে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে।