এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা সরকারী ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী ও সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনুর নৃশংস হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে একটিভ সিটিজেনস ডেমক্রেসিওয়াচ।
মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটে ডেমক্রেসিওয়াচ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন পরবর্তী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ডেমক্রেসিওয়াচ প্রাঙ্গন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ডেমক্রেসিওয়াচ এসে শেষ হয়।
মানববন্ধনে ডেমক্রেসিওয়াচের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক তালেয়া রেহমান উপস্থিত ছিলেন। এছাড়াও্র উপস্থিত ছিলেন, ডেমক্রেসিওয়াচের প্রােগ্রাম কাে-অর্ডিনেটর ফাতেমাতুল বতুল ও ফেসিলিটেটর রাকিবুল ইসলাম খান।
ডেমক্রেসিওয়াচের প্রায় ৬০ জন একটিভ সিটিজেনস তনু হত্যার বিচারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই