ডিজিটাল বাংলাদেশ গড়ার সিদ্ধান্তকে জাতির জন্য যুগসন্ধিক্ষণের সঠিক বাঁক হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
রোববার রাজধানীর একটি হোটেলে গ্রামীণ ফোন আয়োজিত ‘সম্ভাবনার ডিজিটাল বাংলাদেশ’ রিপোর্টের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের বাঁকে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার মাধ্যমে তথ্যপ্রযুক্তির বিশ্বাঙ্গনে বাংলাদেশকে যুক্ত করে অপর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা জাতির জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
টেলিনর গ্রুপ ও গ্রামীণ ফোন শ্রীলংকার লার্ন এশিয়া গবেষণা সংস্থার সহায়তায় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি নিয়ে এ প্রতিবেদনটি প্রস্তুত করে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে এবং শ্রীলংকার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ উপদেষ্টা ও লার্ন এশিয়ার প্রধান ড. রোহান সামারাজিভা, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পলিসি এডভাইজার অনির চৌধুরী এবং গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী রাজিভ শেঠী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরেন।
তথ্যপ্রযুক্তি বাংলাদেশকে যে স্বচ্ছ কাঁচের ঘরে রূপান্তর করছে, সেখানে নারী-শিশুর মর্যাদা, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা, রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ডিজিটাল স্বাক্ষরতা, মাতৃভাষায় বিষয়বস্তু তৈরি, তথ্যপ্রযুক্তি যন্ত্রপাতির ওপর করহ্রাস, দক্ষ স্পেক্ট্রাম ব্যবস্থাপনা, উন্নততর ই-সেবাদান পদ্ধতি, সরকারি বিভাগগুলোতে কলসেন্টার স্থাপনের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতিদানের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ ও এর সাইবার স্পেসকে নিরাপদ রাখতে সমন্বিত সাইবার আইন গড়ে তুলতে হবে।’ – বাসস।