ডাঃ ফারহানা মোবিন এর লেখা সামাজিক সমস্যা ও তার জন্য সচেতনতা বিষয়ক বই আমিও ‘ মানুষ’
আমিও ‘মানুষ’ বইটি সত্য ঘটনা অবলম্বনে লেখা।
কিছু সামাজিক সমস্যার বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কখনো প্রতিবেদন, কখনো নিবন্ধ আবার রুপক অর্থ দিয়েও কিছু লেখা লিখেছি।
যৌতুকের জন্য সমাজের কিছু মুখোশধারী মানুষের ভয়ানক লালসাবোধ, বৃদ্ধাশ্রমের নেতিবাচক দিক, আমাদের দেশে চাইল্ড কেয়ার হোম এর প্রয়োজনীয়তা, জীবিকার তাগিদে অফিসের চরিত্রহীন বস এর সাথে কাজ করতে
বাধ্য হওয়া, মাদকাসক্ত নারীদের সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থাহীনতা, পিতা মাতার জন্য আমাদের করণীয়, কিশোর শ্রমিক এর আহাজারি… এই ধরনের সমস্যা গুলোর করুণ চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
যেসব পেশাতে নারীদের নাইট ডিউটি করতে হয়
( যেমন ঃ চিকিৎসক, সেবিকা, পাইলট, বিমানবালা…),সেসব নারীদের অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক চাপের মুখে পড়তে হয়। এই নেতিবাচক পরিস্থিতির বিরুদ্ধে সব নারী সফল হতে পারেন না।
নারীরা যদি পুরুষের মতোই এগিয়ে যেতে পারে, তাহলে বদলে যাবে পুরো সমাজ। এইজন্য দরকার সমাজের মানুষের সচেতনতাবোধ। দরকার দৃষ্টিভংগির পরিবর্তন।
দেশের উন্নয়নের জন্য নারী পুরুষ কে সমান ভাবে এগিয়ে যেতে হবে, আমি বিষয় টা পাঠক কে উপলব্ধি করানোর চেষ্টা করেছি।
পাশাপাশি মানুষ যেন সামাজিক সমস্যাতে হতাশ না হয়ে, সামনে এগিয়ে যেতে পারি, সেই জন্য কিছু সফল ও হৃদয়বান মানুষের জীবনী ছোট করে লিখেছি।
যারা ভয়াবহ সামাজিক সমস্যা,দুঃখ কষ্ট আর অভাব এর বিরুদ্ধে যুদ্ধ করে সফল হয়েছেন। যেমন ঃ পৃথিবী বিখ্যাত লেখক জে কে রাওলিং, টাংগাইল এর কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিস্ঠাতা রণদা প্রসাদ সাহা ( আর.পি.সাহা.)।
এই সফল মানুষ গুলোর উদাহরণ এর মাধ্যমে আমি হতাশ ও পিছিয়ে পড়া মানুষের হৃদয়ে আলো জ্বালতে চেয়েছি। আবার যুব সমাজ কে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা মূলক লেখা লিখেছি।
নিজেকে সামনে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজন সীমাহীন অনুপ্রেরণা, সমস্যার বিরুদ্ধে লড়াই করবার জন্য পাহাড়সম মানসিক শক্তি, বাঁধভাংগা স্বপ্ন, মানবপ্রেম আর দেশপ্রেম। আমি কিছু প্রতিবেদনে এই বিষয় গুলোর অবতারণা করেছি।
বইটি সামাজিক সমস্যা ও তার জন্য সচেতনতা বোধের বাস্তব প্রতিফলন।
খুব সাধারণ ও সহজ ভাষায় লিখেছি। হতাশার সাগরে ডুবে থাকা কেউ এই বইটি পড়লে খুঁজে পাবে অনুপ্রেরণার আলো, পরিশ্রম করার মানসিক শক্তি।
বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ বিদ্যা প্রকাশ এর স্টলে।
স্টল নং — ২৬৬,২৬৭, ২৬৮,২৬৯
( সোহরাওয়ার্দী উদ্যান বাংলা একাডেমি) ।
বইমেলা শেষে বইটি রকমারি ডটকম সহ বিভিন্ন অনলাইন শপিং এর মাধ্যমে ( দারাজ, ইত্যাদি অনলাইন শপিং…) কেনা যাবে। পৃথিবীর যে কোনো দেশ থেকে অনলাইনে অর্ডার দেওয়া যাবে।
বইটির প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা, প্রচছদ শিল্পী অরুপ বাউল। মূল্য ২০০ টাকা।