জাহিদুর রহমান তারিক, ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ, ঝিনাইদহের কালীগঞ্জে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ‘ইউনিয়ন উন্নয়ন ফোরাম’ গঠন করছে ওয়েভ ফাউন্ডেশন। ইউএসএইড এর সহযোগিতায় শিমলা-রোকনপুর, নিয়াতমপুর ও রায়গ্রাম ইউনিয়নে এ কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রায়গ্রাম ইউনিয়ন উন্নয়ন ফোরাম গঠন উপলক্ষ্যে ইউপি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন অপু, কৃষক নেতা আব্দুস সামাদ, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আক্তারুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে ডা. লুৎফর রহমানকে সভাপতি ও গনেশ চন্দ্র বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট রায়গ্রাম ইউনিয়ন উন্নয়ন ফোরাম গঠন করা হয়।