অগ্রদৃষ্টি ডেস্কঃ অর্থ জালিয়াতি আর কর ফাকি দেয়ার অভিযোগে স্পেনের রাজকন্যা ক্রিস্টিনা আজ আদালতে হাজিরা দেবেন।
তিনি হবেন দেশটির রাজপরিবারের প্রথম সদস্য যিনি কোন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন।
৫০ বছর বয়সী এই রাজকন্যা স্প্যানিশ রাজা ফিলিপের বোন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বামীকে কর ফাকি ও অর্থ জালিয়াতিতে সহায়তা করেছেন।
পুরো বিষয়টিতে স্পেনের রাজপরিবার ব্যাপক বিব্রত অবস্থায় পড়েছে।
রাজকন্যার স্বামী ইনাকি উরদাগারিন তার অলাভজনক প্রতিষ্ঠান ব্যবহার করে ৫৫ লাখ ইউরো সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
আর রাজকন্যা ডাচেস অফ পালমা তাতে সহযোগিতা করেছেন তদন্তের পর এমনটাই বলা হচ্ছে।
রাজকন্যা সেই কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন।
দোষী সাব্যস্ত হলে তার ৮ বছরের জেল হতে পারে।
রাজকন্যা ক্রিস্টিনা অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করছেন।
এসব অভিযোগ ওঠার পর রাজা ফিলিপ তার বোনের রাজকীয় টাইটেল বাতিল করেছেন।
তবে তারপরও তিনি দেশটির রাজ সিংহাসনের উত্তরাধিকারীদের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছেন।