বিনোদন ডেস্ক: শুধু অভিনয়েই নয় নির্মাণেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি নাটক টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি।
আসছে পহেলা বৈশাখে বৈশাখী টিভিতে প্রচারের জন্য সিদ্দিকুর রহমান নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বৈশাখের মেলা’য়। এই নাটকের বিশেষ চমক হচ্ছে জাপানী একজন অভিনয়শিল্পী সিদ্দিকুর রহমানের সঙ্গে অভিনয় করেছেন। নাম তার মাইই। মাইই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে যাওয়া আসার মধ্যদিয়ে বাংলা ভাষা রপ্ত করেছেন। মাইই’র সঙ্গে সিদ্দিকুর রহমানের পরিচয় দীর্ঘদিনের। সিদ্দিক জানতেন যে মাইই অভিনয় করেন। তাই তাকে নিয়েই সিদ্দিক নিজে একটি গল্প রচনা করে নির্মাণ করেছেন ‘বৈশাখের মেলা’ নাটকটি।
গত শনিবার টঙ্গীতে এক বৈশাখী মেলায় ‘বৈশাখী মেলা’ নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে মাইই’র অভিনয় প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, গল্পটা এমনই যে যেখানে মাইই’র অভিনয় করাটা জরুরী হয়ে পড়েছিলো। তাই তাকে নিয়েই নাটকটি নির্মাণ করেছি। মাইই জাপানী হলেও এতো চমৎকার বাংলায় কথা বলতে পারেন যা ভাবাই যায়না। তিনি তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমি সন্তুষ্ট। আশাকরি আমার এবং মাইই’র অভিনয় দর্শকের ভালোলাগবে।
মাইই বলেন, নাটকের গল্পটা আমাকে কেন্দ্র করেই। আমি জাপান থেকে আসা মেয়ে। আমি বাংলাদেশের সংষ্কৃতিকে, সিদ্দিককে ভালোবেসে ফেলি। এই নিয়েই গল্প এগিয়ে যায়। আমার খুউব ভালোলেগেছে শাড়ি পড়ে বৈশাখী মেলায় অভিনয় করতে।
২০০৬ সালে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি প্রথম ‘হঠাৎ থেমে যাওয়া এক ফোটা বৃষ্টি’ নাটকটি নির্মাণ করেন। তার নির্মিত দর্শকপ্রিয় নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘হাম্বা’,‘ শিস’, ‘ড্যান্স ডিরেক্টর’,‘ বুঝেনা সে বুঝেনা’,‘ স্বপ্নের নায়ক’,‘দাঁত’ ইত্যাদি।
এদিকে সিদ্দিকুর রহমান নিয়মিত ‘রসের হাড়ি’,‘ছায়াবিবি’,‘গায়ে মানেনা আপনি মোড়ল’,‘শালিস মানে তালগাছ আমার’,‘বৃন্দাবন’,‘কমেডি ৪২০’,‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিকে অভিনয় করছেন। সবগুলো ধারাবাহিকই বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। সিদ্দিকুর রহমান অভিনীত একমাত্র চলচ্চিত্র হচ্ছে শাহীন কবির টুটুলের ‘এইতো ভালোবাসা’।