প্রবাসঃ জাতীয় চার নেতা হত্যা দিবস দিবস উপলক্ষে ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ’র উদ্যোগে হল্যান্ডের হেগ শহরে সুইট স্পিস রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত এতে সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এমএ গনি।
আলোচনা সভায় শ্রী অনিল দাশগুপ্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের একতাবদ্ধ হয়ে অতীতের মত সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান শরীফ বলেন, ‘একতাই শক্তি শেখ হাসিনাতেই বাংলাদেশের মুক্তি। জাতীয় চার নেতা হত্যার মত আর কোনো ঘটনা যাতে ঘটতে না পারে সেই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সবাইকে জয়বাংলার শক্তিতে বলিয়ান হতে হবে।’
এতে যুক্ত্যরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারজ্জামান চৌধুরী ,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম হাসনাত মিয়া, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মায়ীদ ফারুক ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা জামান, যুগ্ম- সাধারণ সম্পাদক মুরাদ খান, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল হক সাবু, ফ্রান্স আওয়ামী লীগের এম নাজিম উদ্দিন, সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মো আবুল কাশেম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী মোল্লা লিংকন প্রমুখ বক্তব্য রাখেন।