আজ বুধবার (২১ মার্চ) সকালে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়স্থ মুক্তিযুদ্ধ পাঠাগার মিলনায়তনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে “জাতিগত বৈষম্য মোকাবেলায় সহনশীলতা, অন্তর্ভুক্তি, ঐক্য এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা বাড়ানো” আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বিইসিডিপিসি, ইয়্যাস, নবজাগরণ, ইকোগ্রীণ ইয়ুথ ফোরাম, আদিবাসী ছাত্র পরিষদ, রাজশাহী সামাজিক স্কুল যৌথভাবে উক্ত মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময়ে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের বহু জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতিনিধিগণ ও স্বেচ্ছাসেবী জনসংগঠন অংশগ্রহণ করে।
মতবিনিময়ে বক্তরা বলেন আমদের বৈচিত্র্য যতো কমে যাচ্ছে ততই আমদের মধ্যে জাতিগত বৈষম্য এবং বৈচিত্র্যের প্রতি সংঘাত বেড়েই চলেছে। বৈচিত্র্য সুরক্ষায় এবং জাতিগত বৈষম্য মোকাবেলায় তাই ঐক্য এবং অন্তর্ভুক্তি প্রয়োজন । একই সাথে সহনশীল আচরনে সকলের প্রতি সকলের অধিকার প্রতিষ্ঠায় সহযোগী হিসেবে কাজ করতে হবে।
উক্ত মতবিনিময়ে বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা’র সভাপতিত্বে ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২০১৮ এর প্রতিপাদ্য বিষয় এবং বরেন্দ্র অঞ্চল প্রেক্ষিতে জাতিগত বৈষম্য ও বৈচিত্র্যের সংঘাত বিষয়ে উপস্থাপন পত্র পাঠ করেন বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের উপেন রবিদাস। মতবিনিময় কালে সংগঠন এবং নিজের জাতিগোষ্টীর সমস্যা সম্ভাবনা ও করনীয় দিক নিয়ে তুলে ধরেন, রাজশাহী জেলার জনউদ্যোগের আহবায়ক জুলফিকার আহমেদ গোলাপ, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রানী রায়, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদ আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা শাখার যুগ্ন আহবায়ক হুরেন মুর্মু, রাজশাহী হরিজন ঐক্য পরিষদের উজ্জ্বল কুমার দাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, নবজাগরন ফাউন্ডেশনের আদিত্য হোসেন শরীফ, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা কেন্দ্রর জিনাত-উন নেসা, ইকো গ্রীণ ইয়ুথ ফোরামের রুমন হোসাইন, সামাজিক স্কুল আন্দোলন’র সভাপতি রাকিবুল ইসলাম, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ- ইয়্যাস’র শামীউল আলীম শাওন।
বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল জাতিগোষ্টীর পক্ষে কথা বলেন, সাবিত্রী হে¤্রম, মাহাতো জাতিগোষ্ঠীর পক্ষে হেমন্ত মাহাতো, ওঁরাও জাতিগোষ্ঠীর পক্ষ থেকে অনিল গজার, রবিদাস জাতিগোষ্ঠীর পক্ষ থেকে গীতা রবিদাস, ভূমিজ জাতিগোষ্টীর পক্ষ থেকে মানিক রায়, মাহালী জাতিগোষ্ঠীর পক্ষ থেকে আপিয়া মার্ডি, মুন্ডা জাতিগোষ্টী র পক্ষ থেকে পলাশ পাহান, ডোম সম্প্রদায়’র পক্ষ থেকে আকাশ রায় প্রমূখ। এছাড়াও উক্ত মতবিনিময়ে কৃষক, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে সকল শ্রেণী পেশা এবং সংগঠনের পক্ষে অচিরেই “বৈষম্য বিলোপ আইন ২০১৪” চড়ান্তভাবে আইন আকারে অনুমোদন করার দাবি জানান।
অন্যদিকে রাজশাহীর তানোর উপজেলায় উক্ত দিবস উপলক্ষে তালন্দ উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা এবং গোদাগাড়ী উপজেলায় গ্রামীণ প্রেক্ষাপটে জাতিগত বৈষম্যহীন ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল সমাজ বিনির্মানে করনীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।