শনিবার ( ৪ মার্চ ) ফ্রান্সের প্যারিসের বটতলায় অনুষ্টিত হয় প্যারিসে বাংলা ছায়াছবি শীর্ষক আলোচনা-২০১৭। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যারিসে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্ধ এবং বাংলাদেশ দূতাবাসের ডেপুটি এম্বাসেডর জনাব হযরত আলী খান সাহেব। বাংলা সিনেমার সুদিন ফিরিয়ে আনতে বিশেষ অবদানের জন্য জাজ মাল্টি মিডিয়ার কর্নধার জনাব আব্দুল আজিজ সাহেবকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে। অনুষ্ঠানটি আয়োজন করেছে “লো পোয়া মাল্টি মিডিয়া প্যারিস” এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো “রেডিও প্যারিস ৭৫.১৮”। বাংলা সিনেমার হারানো সুনালী দিনগুলো মানসম্মত সিনেমা তৈরী করে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং বাংলা সিনেমা বহির্বিশ্বে কিভাবে জনপ্রিয় করে তুলা যায় বক্তারা তা নিয়ে আলোচনা করেন।