চাঁদপুর: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় চাঁদপুরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিম অগ্রদৃষ্টিকে জানান।
তিনি জানান, চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করবে বিজিবি সদস্যরা। প্রয়োজন হলে শহর ও উপজেলাতেও টহলে দেবে বিজিবি।