স্টাফ রিপোর্টার :চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার সকাল সোয়া আটটার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।গীতিকার ও সাংবাদিক কবির বকুল এ তথ্য নিশ্চিত করেছেন।দীর্ঘদিন ধরে মুখগহ্বরের ‘মটর নিউরো ডিজিস’ (এএলএস)-এ আক্রান্ত খোকন ২০১৪ সালে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, এই রোগের কোন চিকিৎসা নেই। পরে অক্টোবরের শেষ দিকে তিনি দেশে ফিরে আসেন।
অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার সহকারী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শহিদুল ইসলাম। তবে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম ‘রক্তের বন্দী’। তবে প্রথম ব্যবসা সফল চলচ্চিত্রের নাম ‘লড়াকু’। ছবিটি ব্যাপক ব্যবসা সফল হয়।তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’, ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’, উত্থান পতন’ ইত্যাদি।সোমবার বাদ জোহর এফডিসিতে খোকনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।এদিকে পরিচালক শহিদুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্রাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক এবং শিল্পীসমিতি। এ ছাড়াও শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।