রাঙ্গুনিয়া সংবাদদাতা : বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২ টা ১৪ মিনিট হঠাৎ চকলেটের প্যাকেট হাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বহুমুখী উচচ বিদ্যালয়ে হাজির হালিন রাঙ্গুনিয়ার ইউএনও মোহাম্মদ কামাল হোসেন। স্কুলের ৭ম শ্রেণির “ক” শাখায় ঢুকে উপস্থিত ৬৩ শিক্ষার্থীর মাঝে বিতরণ করলেন চকলেট। সাথে সাথে সবাইকে চকলেট খেতে বললে তিনি। উপস্থিত শিক্ষার্থীরা চকলেট খেয়ে প্যাকেটটি নির্দিষ্ট ঝুড়িতে ফেললেও বেশির ভাগ শিক্ষার্থী প্যাকেটগুলো শ্রেণি কক্ষের মেঝেতে ফেলেন। বিষয়টি উনার নজরে আসলে তিনি সবাইকে চকলেটের ছেঁড়া প্যাকেটটি নির্দিষ্ট স্থানে ফেলতে বলেন। শিক্ষাথীদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সচেতনতা সৃষ্টি করতে তিনি ব্যতিক্রমী এই কর্মসূচি শুরু করেছেন। পরে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে “নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব নিজ স্কুল ,বসতঘর ও এলাকাকে পরিষ্কার পরিচ্ছন রাখব” এই শ্লোগানে ৩০ মিনিট বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব। এরপর ইউএনও পাশ্ববর্তী মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। প্রতিটি স্কুলে এই কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান ইউএনও।