অগ্রদৃষ্টি ডেস্কঃ ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের একসঙ্গে না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দিতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, একই সঙ্গে শ্রমিকরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যেসব স্থানে দুর্ঘটনা বেশি হয় ওই এলাকাগুলোতে ফায়ার সার্ভিস, ডুবুরি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরাসহ অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গার্মেন্টস মালিকদের প্রতি এ অনুরোধ জানান তিনি।
মন্ত্রী বলেন, আমাদের শিল্পে নিয়োজিত শ্রমিকরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং বাড়ি থেকে ভালোভাবে কর্মস্থালে ফিরে আসতে পারে সেজন্য এ বৈঠক।
তিনি আরও বলেন, ঈদুল ফিতরের ছুটিতে সারা বাংলাদেশে ব্যাংকসহ সব সরকারি অফিসে ১ থেকে ৯ জুলাই ছুটি বলবৎ থাকলেও দেশের শিল্প এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো ২ ও ৩ জুলাই খোলা থাকবে। আর এতে ব্যবসায়ীরা ঝামেলায় পড়তে পারেন এ কথা বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।