ঢাকা থেকেঃ বাংলাদেশে এ বছর কোরবানির কাঁচা চামড়া ঢাকায় প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা দরে কিনবে ট্যানারি মালিকরা। তবে ঢাকার বাইরে এই দর হবে ৪০-৪৫ টাকা।
এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২২-২৫ টাকা এবং বকরির ১৫-১৭ টাকায় নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এই ঘোষণা দেয়।
এই দর গতবছরের তুলনায় ত্রিশ শতাংশের বেশি কমানো হয়েছে। গতবছর ঢাকায় চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৭০-৭৫ টাকা।
সংস্থাটি বলছে, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমে যাওয়ায় তারা স্থানীয় বাজার থেকেও কম দরে চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিবছর কোরবানির আগে কারখানা মালিকদের বেধে দেয়া দর ধরে, স্থানীয় ব্যবসায়ীরা চামড়া কিনে ট্যানারি কারখানায় সরবরাহ করেন।