মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েতের এক জরুরি সভা গত ৯ জুন শুক্রবার রাতে জিলিব আল সুয়েখের হাসাবিয়াস্হ আল-মোহাম্মাদী হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি একে মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম আব্দুর আহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ফোরামের উপদেষ্ঠা বিশিষ্ট সংগঠক সর্ব মহলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাজী মাহমুদ আলী।
উক্ত ফোরামের এ জরুরি সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ফোরামের সহ সভাপতি শাহ্ ইমদাদ উল্লাহ, যুগ্ন সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক বেলাল আহমদ, সহ প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ বিলাল উদদীন, সহ সাংগঠনিক সম্পাদক লাইভ জার্নালিষ্ট ফয়জুল হক কুটি, অর্থ সম্পাদক হারুনুর রসিদসহ অনেকে।
সভায় ফোরামের অভিষেক ও মুখপএ পরশ মনি নামক একটি ম্যাগাজিন প্রকাশের লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়। এ ব্যাপারে সাধারন সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই