আ হ জুবেদ: বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতে এর সহ সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন) ৮ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় ভোর দুইটায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকা রামপুরা বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেন জ্যেষ্ঠ এ সাংবাদিক নেতা।
প্রায় তিন যুগ আগে কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নের রামনগর সুয়াগাজী বাড়ীর শরিফ জীবন আর জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।
এরপর বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তিনি। কিছুদিন আগে স্বল্পকালীন ছুটিতে বাংলাদেশে যান শরিফ মিজান, কথা ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেই কুয়েতে ফিরবেন। কিন্তু সেটি আর হলো না। আকস্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে এডমিনিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শরিফ মিজান।
ষাটোর্ধ বয়সী নিহত এ সাংবাদিক নেতা মৃত্যুর আগে তিনি দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
নিহতের মেয়ে সাকি রেজওয়ানা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার সময় তার বাবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল এরপর হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
সাকি আরো জানান, তার প্রয়াত বাবার লাশ কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নের রামনগর সুয়াগাজী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হয়।
এদিকে, জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব,কুয়েত’র সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ সহ সকল সাংবাদিক নেতারা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেন এবং নিহতের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।তার মৃত্যুতে কুয়েত কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।