আ হ জুবেদঃ কেন্দ্রীয় জালালাবাদ এসোসিয়েশন এর আজীবন সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এজাজুর রহমান জুনেলের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখা (অনুমোদিত) কমিটি দোয়া ও শোকসভার আয়োজন করেছে।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় সার্ক এলাকার সিটি টাওয়ার হোটেলের বল রুমে অনুষ্ঠিত সভায় আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও সাংবাদিক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এনডিসি , এএফডব্লিউসি , পিএসসি , জি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা, কমিউনিটি নেতা মোঃ আকবর হুসেন।
কুয়েত আওয়ামীলীগ এর সভাপতি আতাউল গনি মামুন, বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুতফুর রহমান মুখাই আলী, সিনিয়র সিটিজেন মোহাম্মদ হুসেন, স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সভাপতি মাসুদ করিম, যুবলীগ কুয়েত শাখার আহবায়ক ইমাম উদ্দিন বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন, সহ সভাপতি সুরুক মিয়া,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখলাকুজ্জামান মুন্না সহ বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা।
ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রয়াত এজাজুর রহমান জুনেলের নানা শশুর পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি প্রয়াত এজাজুর রহমান জুনেল ও শারীরিকভাবে অসুস্থ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর জন্য দোয়া কামনা করেন।