আ হ জুবেদঃ কুয়েতে সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরতে প্রস্তুত ৪৪২৮ জন অবৈধ অভিবাসী বাংলাদেশী।
এসব প্রবাসীরা বর্তমানে কুয়েত সরকারের অধিনস্থ একাধিক ক্যাম্পে অবস্থান করছেন।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সোমবার (২৭শে এপ্রিল) থেকে কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগে দেশে ফিরতে অপেক্ষারত প্রবাসীদের প্রথম ফ্লাইটটি ১২১ জনকে নিয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
এর পরের ফ্লাইটের তারিখ ২৮শে এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
এ দুই দিনে প্রায় ২৫০ জন অবৈধ অভিবাসী বাংলাদেশীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।