নিজস্ব প্রতিনিধিঃ ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুয়েত আওয়ামী যুবলীগ হাসাবিয়া শাখার উদ্যোগে কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার শাহ্ জালাল রেস্টুরেন্টে গতকাল ২৯ মার্চ শুক্রবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির হাসাবিয়া শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আশারাক আলী ফেরদৌস, আওয়ামীলীগ নেতা কাজী শামছুল হক, বৃহত্তর চট্রগ্রাম আওয়ামীলীগ কুয়েতের সভাপতি সামছুল হক, কুয়েত যুবলীগের সিনিয়র সদস্য আখলাকুল আম্বিয়া বাহার,স্বেচ্ছাসেবক লীগ নেতা বিলাল হুসেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন শাখার বিপুল সংখ্যক যুবলীগ নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন, জসিম উদ্দিন, ইউছুফ চৌধুরী, আক্তারুজ্জামান, ইকবাল আহমেদ, ফারুক আহমেদ, মুসা আহমেদ, নবিউল আলম মিলন, জানে আলম,ইদ্রিস আলি,এম,এ,হালিম, রহিম আহমেদ, এম,এ, হুসেন, ইছহাক আহমেদ প্রমুখ।
কুয়েত কেন্দ্রীয় যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রতিবছর মহান স্বাধীনতা দিবস জাতির জীবনে প্রেরণায় উজ্জীবিত হওয়ার নতুন বার্তা নিয়ে আসে। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস।
তিনি আরো বলেন, আমরা কুয়েত যুবলীগ বিনম্র চিত্তে স্মরণ করি ৩০ লক্ষ শহীদ, ৪ লক্ষ বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদেরসহ জাতির সকল শ্রেষ্ঠ সন্তানদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন ও রক্ষা করতে পেরেছি।