নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।
শুক্রবার কুয়েত সিটি টাওয়ার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজনেস কাউন্সিল কুয়েতের প্রেসিডেন্ট লুতফুর রহমান মুখাই আলী ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুয়েত দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী, সিনিয়র সিটিজেন মোহাম্মদ হুসেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, সহ-সভাপতি সিকান্দর আলী, আবুল কাশেম প্রমুখ।
বক্তব্য রাখেন, কুয়েত আওয়ামীলীগ ও জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ আকবর হুসেন, কুয়েত আওয়ামীলীগের মুখপাত্র শাহ নেওয়াজ নজরুল, যুবলীগ আহবায়ক ইমাম উদ্দিন বাদল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, কামাল হুসেন, আজাদসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দাঁড়িয়ে এক মিনিটি নীরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।