আগামী ১০ই মার্চ ২০১৭ইং রোজ শুক্রবার কুয়েত সময় সকাল ১০ টায় কুয়েত ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত KC T20 ডিসার্ট চ্যাম্পিয়ন লীগের ফাইনাল ম্যাচ ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশী ক্লাব “ফাহাহিল ফেন্ডস ক্রিকেট ক্লাব” (FFCC) বনাম পাকিস্তানি ক্লাব “Stallions Club (SC) এর মধ্যকার এই ফাইনাল খেলাটি কুয়েতের Tact Entertainment City Cricket Ground( doha cemint) এ অনুষ্ঠিত হবে।
(দোহা পার্কের পাশেই এই ক্রিকেট মাঠ)
ফাহাহিল ফেন্ডস ক্রিকেট ক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া প্রেমী মনিরুল ইসলাম মারুফ ও সাধারণ সম্পাদক,বিশিষ্ট সংগঠক ক্রীড়া প্রেমী মোহাম্মদ আলী জিন্নাহ্ উক্ত ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য ও মাঠে উপস্থিত থেকে টাইগারদেরকে উৎসাহ যোগাতে কুয়েতে বসবাসরত সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীদেরকে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত ১৬ই ফেব্রুয়ারী ২০১৭ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েত ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত টি-২০ প্রিমিয়াম লীগ চূড়ান্ত পর্বের খেলা কুয়েতস্থ দোহা সিটি টেক ইন্টারটেইনমেন্ট ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল।
সেদিন বাংলাদেশী ক্লাব ফাহাহিল ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব (FFCC) ভারতীয় ক্লাব ইউনাইটেড বয়েজ ক্রিকেট ক্লাবকে(UBCC) ৯ উইকেটে পরাজিত করে চ্যাপিয়ন ট্রপি অর্জন করতে সক্ষম হয়।