আ হ জুবেদঃ কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এর বরাত দিয়ে স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমস জানায়, উপসাগরীয় দেশ কুয়েতে ৯৭৬১২ জন প্রবাসীদের বয়স ৬০ বছর বা ষাটোর্ধ। এদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক, কম শিক্ষাগত যোগ্যতা বা অনেকের একেবারেই শিক্ষাগত যোগ্যতা নেই, ফলে তাদের চলমান আকামা শেষ হয়ে গেলে পরবর্তী আকামা নবায়ন হবেনা।
২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে নতুন এই রেসিডেন্সি আইনটি কার্যকর হতে যাচ্ছে উল্লেখ করে স্থানীয় ওই দৈনিক আরো জানায়, ১৫৫০২ জন প্রবাসী রয়েছেন, তারা সবাই ইউনিভার্সিটি ডিগ্রিধারী।
৯৯৭২০ জন বেদুইনদের কাছে রয়েছে ডিপ্লোমা সনদ। এছাড়াও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী ২৭৯০৪৫ জন
প্রবাসী রয়েছেন।
মৌলভীবাজার জেলা, সদর উপজেলার টিবি হাসপাতাল রোডের বাসিন্দা ৬৩ বছর বয়সী কুয়েত প্রবাসী আবু সাইদ কুতুব উদ্দিন প্রায় ৪০ বছর ধরে কুয়েত আছেন।
তিনি বলেন, কুয়েতে ব্যবসা করে ব্যক্তি জীবনে অনেক অর্জন করেছি। যদিও চাচ্ছিলাম শীঘ্রই কুয়েত ছাড়বো, কিন্তু নতুন অভিবাসন আইন অনেকটাই সমস্যায় ফেলে দিয়েছে।
আবু সাইদ বলেন, সবাইকে কুয়েত ছাড়তে হবে এটা নিশ্চিত। তবে এখান থেকে সবকিছু গুটিয়ে যাওয়ার আগে মোটামুটি প্রস্তুতির দরকার।
নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর উপজেলার আব্দুল্লা পুর গ্রামের বাসিন্দা, (প্রকৃত বয়স ৫০ এর একটু উপরে) পাসপোর্টে উল্লেখ অনুযায়ী ষাটোর্ধ বয়সী জালাল আহমেদ। প্রায় ২০ বছর ধরে কুয়েতে একটি কোম্পানির অফিস কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, কুয়েত আসার পর থেকে কখনোই ভালো বেতনে কাজ করিনি। এমতাবস্থায় দেশে চলে গেলে নিঃস্ব হাতেই যেতে হবে।
উল্লেখ্য, কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষ ষাটোর্ধ বয়সী বিদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ব্যতীত কাজের অনুমতি দেবে না।
গত সপ্তাহে দেশটির সংশ্লিষ্ট জনশক্তি বিভাগ মেধাভিত্তিক এই নতুন অভিবাসন আইনটির কথা জানায়।