আ হ জুবেদঃ কুয়েতে ৩ দিনে একই কোম্পানির দুই প্রবাসী বাংলাদেশী হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
১৬ই মে আব্দুস শহিদ ও ১৯শে মে আব্দুল ওয়াহিদ চৌধুরী, পঞ্চাষোর্ধ এ দুই কুয়েত প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা তাদের নিজ বাসায় আকস্মিক হৃদরোগে প্রাণ হারান।
পৃথক এ দুই মৃত্যুর খবর কুয়েত প্রবাসী জুয়েল আহমেদ ও শামিম আহমেদ জানান, আব্দুস শহিদের শারীরিক অসুস্থতা অনুভব করলে ফার্মেসিতে যেতে ঘর থেকে বের হন তিনি, পরে ঘরের পাশেই মৃত্যুবরণ করেন।
অন্যদিকে আব্দুল ওয়াহিদ চৌধুরী একই বিল্ডিং এর অন্য আরেকটি ঘরে আকস্মিক প্রাণ হারান।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নিহত আব্দুস শহিদ ১৮ বছর আগে ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের নিহত আব্দুল ওয়াহিদ ১৪ বছর আগে উপসাগরীয় দেশ কুয়েতে ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত নিহত শহিদ ও আব্দুল ওয়াহিদ ”সুলতান সেন্টার” মার্কেটে সাধারণ শ্রমিকের কাজ করছিলেন।
বর্তমানে এ দুই প্রবাসীর মরদেহ স্থানীয় এক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতদের ঘনিষ্ঠজনরা জানান, আইনি সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।