আ হ জুবেদঃ কুয়েতের হেলথ অ্যাসুরেন্স কোম্পানির প্রথম হাসপাতাল স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
অন্যদিকে সিস্টেমটির নির্মাণ কাজ বর্তমানে চলছে এবং এটি এই বছরের শেষের দিকে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এবিষয়ের ওপর আরবি দৈনিক আল রাই পত্রিকার এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ইংরেজি দৈনিক আরব টাইমস এ খবরটি জানিয়েছে।
জানাগেছে, অপারেশন প্রক্রিয়া সম্পন্ন হলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির প্রবাসীদের রেসিডেন্সি রিনিউএল এর জন্য স্বাস্থ্য বীমা ১৩০ (কুয়েতি দিনার) ঘোষণা করবে।
আর এটি কার্যকর হবে ২০২৩ সালের শুরু থেকে।
উল্লেখ্য, বর্তমানে এক বছরের জন্য রেসিডেন্সি রিনিউএল এর ক্ষেত্রে প্রবাসীদেরকে ৫০ (কুয়েতি দিনার) স্বাস্থ্য বীমা ফি দিতে হচ্ছে।