আ হ জুবেদ কূটনীতিক প্রতিনিধি: কুয়েতে প্রায় চার বছর আগে বাবা মারা গিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে, এবার ছেলে বাবুল (৩৭) মৃত্যু বরণ করলেন সেই একই রোগাক্রান্ত হয়ে।
গতকাল ২৭শে জুলাই ২০১৫ ইং রোজ সোমবার বাবুল প্রতিদিনের ন্যায় কুয়েতের আব্বাসিয়া এলাকায় নিজ ব্যবসায়ীক প্রতিষ্টান গ্যারেজে গিয়েছিলেন। কিন্তু এদিন বাবুল ব্যবসায়ীক প্রতিষ্টানে যাওয়ার পর থেকেই বুকে এক ধরনের ব্যথা অনুভব করছিলেন, একসময় সেই বুকে ব্যথা প্রচন্ড ভাবে বেড়ে গেলে কাছের কিছু সহপার্টিরা নিকটস্থ ফরওয়ানিয়া হাসপাতালে নিয়ে যায়।
এদিকে বাবুলকে ফরওয়ানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা বাবুলকে প্রাথমিক চিকিত্সা সেবা দেন; কিন্তু চিকিত্সকরা যখন দেখলেন বাবুলের অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে, ঠিক তখন তাত্ক্ষণিক ভাবে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
তারপর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত সংশ্লিষ্ট দক্ষ ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান যথাপোযুক্ত চিকিত্সা সেবা দেবার ক্ষেত্রে।
কিন্তু বাবুলকে আর বেশিক্ষণ চিকিত্সা সেবা দিতে হয়নি; মূলত, জরুরি বিভাগে বাবুলকে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই ডাক্তাদের পরাজিত করে বাবুল চলে যান চিরতরে না ফেরার দেশে। বাবুল চিকিত্সারত অবস্থায় কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাবুলের চাচা আব্দুর রহিম অগ্রদৃষ্টিকে জানিয়েছেন যে, বাবুলের মরহুম বাবা কুয়েত প্রবাসী যিনি গত প্রায় চার বছর আগে তার কুয়েত আব্বাসিয়ার বাসস্থানে প্রায় একই রকম মৃত্যু বরণ করেছিলেন।
সদ্য মৃত্যুবরণকারী বাবুল আহমেদ (৩৭) মৌলভীবাজার সদর উপজেলার বলিরভাগ গ্রামের বাসিন্দা তিনি এক পুত্র সন্তানের জনক, বাবা মরহুম এরশাদ উল্লাহ।