আ হ জুবেদঃ কুয়েতে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রেসিডেন্সি রিনিউএল বাবদ ২৫০ দিনার ও স্বাস্থ্য বীমার ফি ১৩০ দিনার, মোট ৩৮০ (কুয়েতি দিনার) পরিশোধ করে ষাটোর্ধ বয়সী প্রবাসীদের রেসিডেন্সি নবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার পাবলিক অথরিটি বোর্ড অফ ডিরেক্টরস মন্ত্রী জামাল আল-জালাভির সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস ওই বৈঠকের বরাত দিয়ে একটি রিপোর্ট করেছে।
ওই রিপোর্টে উল্লেখ করা হয় যে, ষাটোর্ধ বয়সী প্রবাসীদের অবশ্যই বুর্সা কুয়েতে তালিকাভুক্ত একটি বীমা কোম্পানি থেকে সম্পূর্ণ স্বাস্থ্য বীমা থাকতে হবে।
নতুন এই নিয়মটি অন্যান্যদের জন্যও প্রযোজ্য। যেমন, কুয়েতি মহিলাদের স্বামী, কুয়েতি মহিলা নাগরিকদের সন্তান, কুয়েতিদের স্ত্রী এবং ফিলিস্তিনি নাগরিকদের জন্য,তবে রেসিডেন্সি নথি যাদের রয়েছে৷
রিপোর্টে আরো উল্লেখ করা হয় যে, ষাটোর্ধ বয়সী প্রবাসীদের রেসিডেন্সি রিনিউএল এর নতুন এই নিয়ম এক বছরের জন্য কার্যকর হলেও শ্রম বাজারের অবস্থা অনুযায়ী এই নিয়মের সংশোধন করা হবে।
অন্যদিকে, নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আরবি দৈনিক আল-রাই পত্রিকায় প্রকাশিত এক খবরে জানাগেছে, যেসব প্রবাসীদের কোম্পানিতে ব্যক্তিগত বীমা আছে তাদের নতুন স্বাস্থ্য বীমা ইস্যু করার প্রয়োজন হবে না, যদি তাদের বীমা কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে।
উল্লেখ্য, কুয়েতে দীর্ঘদিন ধরে ষাটোর্ধ বয়সী চুয়ান্ন হাজার নন গ্র্যাজুয়েট প্রবাসীদের রেসিডেন্সি রিনিউএল ইস্যু নিয়ে মন্ত্রীসভার বার বার বৈঠক হয়। কিন্তু দেশটির নীতিনির্ধারকরা সর্বসম্মতি ক্রমে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এর ফলে অনেক প্রবাসীদের রেসিডেন্সির মেয়াদত্তীর্ণ হওয়াতে অনেকটা বাধ্য হয়েই কুয়েত ছাড়তে হয়।