নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কুয়েত এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নানা সমস্যায় জর্জড়িত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে আনতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কুয়েত।
শুক্রবার (১৩ আগস্ট) কুয়েতের আব্বাসিয়া পার্কে আয়োজিত মানববন্ধনে সহ সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন।
বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,মোহাম্মদ জনি, মোঃ রতন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক,সহ সাংগঠনিক সম্পাদক শেখ নুর, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ দপ্তর সম্পাদক মোঃ কাউছার, ত্রুীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাদক বিন সোহাগ সহ আরও অনেকে।
মালয়েশিয়া প্রবাসীদের তিন দফা দাবি আদায়ে বরাবরই সরব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। এবার মালয়েশিয়া প্রবাসীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা।
মানববন্ধনের শুরুতেই শোকের মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে বক্তারা মালয়েশিয়া প্রবাসীদের তিন দফা দাবি নিয়ে কথা বলেন।
তারা বলেন, মালয়শিয়া প্রবাসীদের এ দাবি যৌক্তিক আর এ যৌক্তিক দাবি সরকার কে মেনে নিতেই হবে।
এ সময়ে সংগঠনের অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ তার বক্তব্যে বলেন, আমরা প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দিচ্ছি দেশকে, কিন্তু আমরা প্রবাসীরা বরাবরের মতোই অবহেলিত।
প্রবাসীদের তিন দফা দাবি মেনে নিতে দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, মালেয়শিয়া প্রবাসীদের যে তিনটি দাবি তা হলো, (১)লকডাউনে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা মালয়েশিয়া প্রবাসীদের জন্য দ্রুত খাদ্য সহযোগিতা পাঠাতে হবে (২) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে সরকারি খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনের নিয়ম করতে হবে (৩) দালালদের দৌরাত্ম কমিয়ে, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দ্রুত নবায়নের ব্যবস্থা করতে হবে।
বিশেষ অতিথি সাংবাদিক আ হ জুবেদ মালয়েশিয়া প্রবাসীদের সাম্প্রতিক সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করে বলেন, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, আর রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে অনবদ্য অবদান রাখছেন। কাজেই প্রবাসীদের সব ধরনের সমস্যা সমাধানকল্পে সরকারকে কাজ করার আহবান জানান প্রবাসী সাংবাদিক এ নেতা।
উল্লেখ্য, গত ২৬ শে জুলাই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী কবীর হোসেন ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার স্বাক্ষরিত পত্রে মালয়েশিয়া প্রবাসীদের তিন দফা দাবির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রী বরাবর পত্র প্রদান করা হয়।