আ হ জুবেদ: কুয়েতে প্রায় (৫৪০০০) চুয়ান্ন হাজার নন গ্র্যাজুয়েট প্রবাসী যাদের বয়স ৬০ বছর তাদের ওয়ার্ক পারমিট রিনিউএল এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।
ইংরেজি দৈনিক আরব টাইমস স্থানীয় এক সূত্রের বরাত দিয়ে এ খবরটি জানিয়েছে।
ওই পত্রিকাটির খবরে আরো উল্লেখ করা হয় যে, ষাট বছর বয়সী প্রবাসীরা বিভিন্ন কাজে নিয়োজিত এমন কোম্পানিগুলো ষাট বছর বা তার বেশি বয়সী প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বাতিল করে দিচ্ছে।
তবে বেশ কিছু কোম্পানি তাদের কর্মীদের বিকল্প হিসেবে বলে দিয়েছে রেসিডেন্সি ট্রান্সফার, স্বেচ্ছায় পদত্যাগ কিংবা কর্মস্থল ত্যাগ করতে হবে।
ষাট বছরের বেশি বয়সী প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট রিনিউএল নিষিদ্ধ করার বিষয়টি এখনও বিচার মন্ত্রনালয় এবং কাউন্সেলর জামাল আল-জালাভির কাছ থেকে একটি ডিক্রি জারি করার অপেক্ষায় রয়েছে, যিনি নিষেধাজ্ঞা বাতিল করবেন কিনা তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অথবা ৫০০ (কুয়েতি দিনার) বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা ফি দিয়ে রিনিউএল অনুমোদন নয়তো ইস্যুটি ঠিক আগের মতই রেখে দিতে পারেন।
স্থানীয় সূত্র জানিয়েছে যে, মন্ত্রী আল জালাউইর এই সমস্যাটির প্রতি যথেষ্ট মনযোগ রয়েছে এবং একই সাথে অর্থনীতির ক্ষতি না করে প্রবাসীদের অধিকার সংরক্ষণের জন্য সবচেয়ে সহজ সমাধান গ্রহণ করার জন্য কাজ চলছে।