ষ্টাফ রিপোর্টার: ছিলনা হাজার কিংবা লক্ষ দর্শকের উত্সাহ প্রদানের দৃশ্য, ছিলনা অনেক কিছুর বিশাল সমারোহ। তবে ছিল সঙ্গীতের মহা আয়োজন আর ভিন্নধর্মী সময়পযোগী আলাপচারিতার অনন্য ভূমিকা।
গত ১৪ই এপ্রিল ২০১৬ইং রোজ বৃহস্পতিবার রাত ৯ঘটিকায় কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে কুয়েত সঙ্গীতাঙ্গনের নতুন ঝলক সাংস্কৃতিক সংগঠন মিউজিশিয়ান এসোসিয়েশন কুয়েত “ভূমিকা” (the rule)এর উদ্যোগে এক বৈশাখী সঙ্গীতাড্ডার আয়োজন করা হয়েছিল।
উক্ত সাংস্কৃতিক অনুষ্টানটি ”ভূমিকার” কর্ণধার সুনামধন্য কণ্ঠ শিল্পী আব্দুর রাজ্জাক ও কর্ণধার মিউজিশিয়ান মিজানুর রহমানের পরিচালনায় ও একের পর এক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টান স্থলটি প্রাণবন্ত হয়ে উঠে।
তারপর একে একে অনেক নবাগত ও পুরাতন কণ্ঠশিল্পীদের সঙ্গীত পরিবেশন উপস্থিত দর্শকবৃন্দদেরকে মহা মোহিত করেছে।
ভূমিকার এবারের বৈশাখী সঙ্গীতাড্ডার অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট সমবায় সমিতির সভাপতি ইউনুছ মতিন ও বৃহত্তর সিলেট সমবায় সমিতির সিনিয়র সহ সভাপতি এবং সিলেট বিভাগ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী।