আ হ জুবেদ: শনিবার (২১ শে নভেম্বর) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
কুয়েতের বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সকাল ১০ টায় প্রতিরক্ষা উপদেষ্টার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মােঃ আশিকুজ্জামান কুয়েতে অবস্থানরত দূতাবাস এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মাথা উঁচু করে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেন।
তিনি একই সাথে দেশ তথা জাতি গঠনে এবং অন্যান্য কর্তব্য পালনে সশস্ত্র বাহিনীর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসে কর্মরত সদস্য, বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্ট এর স্বল্প সংখ্যক সদস্যবৃন্দ, বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্ট এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মােঃ আব্দুল মজিদসহ অনেকে।
COVID – 19 পরিস্থিতির কারণে এই বছরের অনুষ্ঠানে কুয়েতে অবস্থানরত বাংলাদেশীদের সম্পৃক্ত করতে না পারায় প্রতিরক্ষা শাখা কর্তৃক আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয় । সঙ্গত কারণে অনুষ্ঠানটি ছােট পরিসরে আয়ােজন করা হয় ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত দোয়া শেষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে উপস্থিত সকলকে শােনানাে হয়।
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, ব্রিগেডিয়ার জেনারেল মােঃ আব্দুল মজিদ ।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, দেশ এবং জাতির দেয়া দায়িত্ব পালনের অঙ্গীকারই হচ্ছে সশস্ত্র বাহিনী দিবসের প্রতিশ্রুতি।
অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে রাষ্ট্রদূত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বাংলাদেশীদের আত্মার মাগফেরাত প্রার্থনা করেন।
তিনি আরাে বলেন, যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়ানাের মতাে ক্ষমতা বাংলাদেশের আছে । তাই তিনি কুয়েতে কর্তব্যরত সশস্ত্র বাহিনীর সদস্যসহ দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা – কর্মচারীদের মাথা উচু করে এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করার অনুরােধ করেন।
রাষ্ট্রদূতের বক্তব্য শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ হতে প্রেরিত একটি তথ্যবহুল ভিডিও উপভােগ করেন। ওই ভিডিওটিতে মুক্তিযুদ্ধের সময় হতে অদ্যাবধি সশস্ত্র বাহিনীর বহুমুখী অবদান ও উন্নয়নের তথ্য তুলে ধরা হয় ।