নতুন গৃহকর্মী নিয়োগের প্রক্রিয়া ১৭ জানুয়ারি থেকে শুরু করেছে কুয়েত।
কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবরটি প্রকাশ করেছে।
ওই দৈনিকের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয় যে, এখন থেকে স্থানীয় নাগরিকরা নতুন গৃহকর্মীর জন্য শ্রম ও কর্মসংস্থান বিষয়ক কোম্পানি গুলোতে আবেদন জমা দিতে পারবেন।
পত্রিকাটির সূত্রে আরো জানা গেছে, কুয়েতের মন্ত্রিপরিষদ গৃহকর্মী নিয়োগের অনুমতি দিয়েছে।
এর ফলে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি ফ্লাইটের মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্ত পাঁচ দেশের গৃহকর্মীদের কুয়েত প্রবেশে অনুমতি দেবে।
যথাক্রমে- ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের গৃহকর্মীরা।
অন্যদিকে, নতুন গৃহকর্মী বা নিজ দেশে আটকে পড়া প্রবাসীদের ”বালসামা” নামের একটি এপ্স নিজ মোবাইলে ইন্সটল করে নিতে সংশ্লিষ্টরা পরামর্শ দেন।
উক্ত এপ্সটি ভ্রমণ অনুমিত, বিমান টিকেট, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও প্রয়োজনীয় পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
এছাড়াও কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞাকৃত ৩৫ দেশের নাগরিকরা খুব শিগগিরিই কুয়েত ফিরতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
নিজ দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের প্রথম ফ্লাইটটি আগামী ২৮শে জানুয়ারি শ্রীলংকা গৃহকর্মীদের নিয়ে আসবে।
পরবর্তীতে বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
?️আ হ জুবেদ