আ হ জুবেদঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুয়েত সরকার বাংলাদেশ সহ ৩৪ দেশের নাগরিক কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
পরে বর্তমান পরিস্থিতিতে দেশটি সিদ্ধান্ত নেয় কুয়েতে ফেরার ব্যাপারে। নিষেধাজ্ঞাকৃত দেশের বাইরে তৃতীয় যেকোনো দেশ হয়ে কুয়েত ফেরা যাবে, তবে সে দেশে ১৪দিন কোয়ারেন্টাইন শেষে করোনা নয় এই মর্মে সনদ নিয়ে কুয়েত প্রবেশ করতে হবে।
এরই পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত হয়ে বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসীরা কর্মস্থল কুয়েতে ফিরতে শুরু করেছেন। ইতিপূর্বে অনেকেই কুয়েতে এসে কাজে যোগ দিয়েছেন।
এদিকে কুয়েতের এক সরকারি যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমস জানিয়েছে, বর্তমানে যারাই কুয়েতে ফিরছেন, তাদের ১৪দিন হোম কোয়ারেন্টাইন এর কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা সব নিয়ম ঠিক আগের মতই রয়েছে।