মোহাম্মদ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ২৩ আগষ্ট বৃহস্পতিবার কুয়েত সিটির গুলশান হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েত এর সাধারণ সম্পাদক মাসুদ করিমের সঞ্চালনায় ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমান মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েত এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক, মাসিক মরুলেখার সম্পাদক আব্দুর রউফ মাওলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে : বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত এর সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, বিশিষ্ট ব্যবসায়ি হাজী যুবায়ের , আওয়ামী লীগ নেতা আশরাক আলী ফেরদৌস, বর্ণমালা সাংস্কৃতিক সংসদ কুয়েত এর সভাপতি বিশিষ্ট আবৃত্তিকার বাবুল আখতার নূর, জাতীয় শ্রমিক লীগ কুয়েত এর সভাপতি কামাল হোসেন, বাংলাদেশ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি মঈনুল আল ইসলাম।
পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।কোরআন থেকে তেলোয়াত করেন সাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধানত অতিথি, বিশেষ অথিতি সহ বক্তব্য রাখেন বাংলাদেশ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন কুয়েত এর সহ-সভাপতি শরীফ মিজানুর রহমান, মুরাদুজ্জামান চৌধুরী,স্বেচ্ছাসেবক লীগ কুয়েত এর সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুল আলম, জাতীয় শ্রমিক লীগ কয়েত এর সাধারণ সম্পাদক গোলাম মাওলা ফারুক, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট কুয়েত এর সাধারণ সম্পাদক হাসান আলী সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বর্ণমালা সাংস্কৃতিক সংসদ কুয়েত এর সাধারণ সম্পাদক কবি সঞ্জীব ভদ্র চন্দন, প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েত এর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েত এর দপ্তর সম্পাদক এম এম মিঠু, বর্ণমালা সাংস্কৃতিক সংসদ কুয়েত এর সভাপতি বাবুল আখতার নূর, প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েত এর সভাপতি আনিছুর রহমান মিলন সহ আরো অনেকে।