স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বছরব্যাপী মহাকর্মযজ্ঞের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ।
এদিকে ”মুজিববর্ষ” উপলক্ষে বাংলাদেশের বাইরে বিশ্বের শতাধিক দেশে অনুষ্ঠানমালা আয়োজন করেছে, পাশাপাশি কুয়েতে বাংলাদেশ দূতাবাসও ‘মুজিববর্ষ’ উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানমালার নানা পরিকল্পনা নিয়েছে।
আর এরই ধারাবাহিকতায় এবার ”বঙ্গবন্ধুর জীবন” শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনায় লেখক, গবেষক ও প্রকাশক মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক, ইসলামী বিশ্বিবিদ্যালয়, কুষ্টিয়া’র বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়—এর সিন্ডিকেট সদস্য অধ্যাপক শামসুজ্জামান খান।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আবদুল নাসের চৌধুরী।
কুয়েতে নিযুক্ত ভুটান,ভারত,নেপাল, শ্রীলংকা, ইয়েমেন ও কাজিকিস্তান এর রাষ্ট্রদূতবৃন্দ এবং
স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাসহ অনেকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল, কর্মময় ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।
তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুদক্ষ নেতা।
মহান এ নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাঙালি জাতি তাদের অধিকার ফিরে পেয়েছে।
তারা আরও বলেন, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা আন্দোলনসহ মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সবকিছুতেই বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক।
এদিকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সরাসরি দেখার ব্যবস্থা করা হলে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি পেশার প্রবাসীরা ভার্চুয়াল আলোচনার দর্শক হিসেবে অনুষ্ঠানটি উপভোগ করেন।
অন্যদিকে, ‘বঙ্গবন্ধুর জীবন” শীর্ষক ভার্চুয়াল আলোচনা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি প্রচার করা হয়েছে।