বাংলাদেশ সোনালী ব্যাংক এর এজিএম সাফায়েত হোসেন পাটোয়ারী দীর্ঘ সাত বছর সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধির দায়িত্ব পালন শেষে কুয়েত ত্যাগ এর আগে ”কুয়েতে রেমিটেন্স প্রেরণের উপকারিতা ও প্রবাসীদের সঞ্চয়ী হতে করণীয় শীর্ষক একটি সেমিনারে” যোগ দিয়েছিলেন।
উক্ত সেমিনার শেষে সাফায়েত হোসেন পাটোয়ারী রেমিটেন্সের ঊর্ধ্বগতির রেকর্ড, প্রবাসীদের সঞ্চয়ী হতে পরামর্শ ও কুয়েতে সোনালি ব্যাংকের প্রতিনিধি হিসেবে ৭ বছরের নানা সেবামূলক কাজের সংক্ষিপ্ত বর্ণনা দেন।
সোনালী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। সারাদেশে সোনালী ব্যাংক লিমিটেডের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। জনসাধারণের দোরগড়ায় সব ধরণের ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে এ ব্যাংকটি।
ব্যাংক ব্যবসার প্রসার ঘটানোর পাশাপাশি প্রবাসে থাকা বাংলাদেশীদের বিনিয়োগে উৎসাহিত করা এবং সুদৃঢ় অর্থনৈতিক উন্নয়নের প্রয়াসে সোনালী ব্যাংক তাঁদের নিজস্ব প্রতিনিধি নিয়োগ দিয়ে থাকে বহির্বিশ্বে থাকা বাংলাদেশ দূতাবাস গুলোতে।
তেমনই কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে প্রায় ৭ বছর আগে নিয়োগ পেয়েছিলেন সাফায়েত হোসেন পাটোয়ারী।
এবার সোনালী ব্যাংকের এ কর্মকর্তা তাঁর কুয়েতে দায়িত্ব পালন শেষে ফিরছেন বাংলাদেশে।
কুয়েতে রেমিটেন্স বিষয়ক এক সেমিনারে, সোনালী ব্যাংক প্রতিনিধি হিসেবে শুরুর দিকটা তুলে ধরে সাফায়েত হোসেন পাটোয়ারী বলেন, আমার প্রতিটি কাজের সফলতা, পরামর্শ ও সময়পযোগী পদক্ষেপের কথা নিয়মিত আমি সোনালী ব্যাংক প্রধান কার্যালয়কে অবহিত করেছি, এমনকি প্রবাসীদের স্বার্থে অনেক গুলো সুযোগ সুবিধার কথাও উল্লেখ করেন সোনালী ব্যাংকের এ কর্মকর্তা।
সাফায়েত হুসেন পাটোয়ারী কুয়েতে প্রায় তিন লক্ষ প্রবাসীদের দোরগড়ায় সব ধরণের ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার বিষয়টি তুলে ধরে এসব কাজে বিশেষ করে কুয়েত প্রবাসী সাংবাদিকদের সহযোগিতার কথা উল্লেখ করেন।
বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের উদ্যোগে ধারাবাহিক প্রবাসীদের স্বার্থে নানা কর্মসূচীর মধ্যে ”কুয়েতে রেমিটেন্স প্রেরণের উপকারিতা ও প্রবাসীদের সঞ্চয়ী হতে করণীয় শীর্ষক একটি সেমিনারে” সোনালী ব্যাংকের এ প্রতিনিধিকে বিশেষ সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আব্দুল লতিফ খাঁন এবং কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানকেও বিশেষ সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সদ্য বিদায়ী কুয়েতে সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হুসেন পাটোয়ারীর বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন প্রবাসীরা।