বিশেষ প্রতিবেদকঃ কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের বিনোদন দেওয়ার লক্ষ্যে আল-রাই ক্যান্টিন আয়োজন করে বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যার।
গতকাল কুয়েতের কেবেড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রহমান।
প্রবাসী সংগঠক জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সাধারণ সম্পাদক আ হ জুবেদ, ক্রীড়া সংগঠক হযরত আলী মল্লিক, সাংস্কৃতিক সংগঠক রবি কানন প্রমুখ।
সংগীত পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন প্রবাসী কণ্ঠশিল্পী তাহের প্রবাসী, ফাতেমা রহমান, রুনা আক্তার কেয়া, নাসির উদ্দিন খোকন,অভিসহ আরো অনেকে।
আজকের নতুন প্রজন্মের প্রবাসীরা আগামী দিনে আমাদের অনুপস্থিতিতে বাংলার সংস্কৃতির চর্চা করবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। বিশ্ব জানবে বাংলাকে, নব প্রজন্মরা ভালোবাসবে বাংলার কৃষ্টি কালচার। বক্তব্য দিতে গিয়ে এ উক্তি করেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে থাকা আব্দুর রহমান।
তিনি বলেন, বাংলার সংস্কৃতি বিশ্বের সর্বত্রে ছড়িয়ে ছিটিয়ে দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলা আমাদের মায়ের ভাষা, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত ও প্রতিষ্ঠিত হয়েছে এ ভাষাটি।