আল আমিন রানা, বিশেষ প্রতিনিধি: ১৫ই আগষ্ট ২০১৫ শনিবার রাত ৮ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪০তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুয়েস্থ বাংলাদেশী প্রবাসীদের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও আঞ্চলিক সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত ” জাতীয় শোক দিবস উদযাপন কমিটি কুয়েত এর উদ্যোগে কুয়েত সিটির রাজধানী হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল এর আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র যুগ্মসম্পাদক হারুণ উর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও এক মিনিট নিরবতার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, বাংলাদেশ কমিউনিটির চেয়ারম্যান প্রতিষ্টাতা মর্ণিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শহীদ ইসলাম পাপুল এর সভাপতিত্বে ,বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করেন-বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত রাজ্য শাখার সভাপতি মোঃ সাদেক হোসেন, আওয়ামী ফাউন্ডেশন’র সভাপতি রফিকুল ইসলাম ভুলু,আওয়ামী লীগ কুয়েত শাখার সিনিয়র সহ সভাপতি ফয়েজ কামাল, শ্রমিক লীগ সভাপতি মোঃ হানিফ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, যুবলীগ নেতা আব্দুর রাজ্জআক,আওয়ামী লীগ নেতা এম.ডি সেলিম,
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-যুবলীগের ভারপ্তাত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুনসুর ,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, স্বেচ্ছসেবক লীগ সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন আলা, যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ কবির হোনেস,আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম ,রায়হান, কাজী মিজান, মোঃ শহিদ ইসলাম, প্রমুখ।
জাতীয় শোক দিবস উদযাপন কমিটি কুয়েত এর উদ্যোগে জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে কুয়েত’র বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবারের নিহতদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়,এবং উক্ত অনুষ্ঠানে শোক দিবসের বিশেষ আলোচনা করা হয়।