বিশ্বজুড়ে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪ লাখ ২৬ হাজার ৮৭১ জন প্রবাসী কুয়েতের বাইরে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন। এদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের প্রায় ২৫ হাজার প্রবাসীরা ছুটিতে আটকা পড়েছেন।
এরই মধ্যে কুয়েত প্রবেশে ৩৪ নিষেধাজ্ঞাকৃত দেশের বাইরে তৃতীয় দেশ সংযুক্ত আরব আমিরাত হয়ে অনেক প্রবাসী কুয়েতে ফিরেছেন এবং এখনো ফিরছেন।
স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমসের অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে উল্লেখ করা হয় যে, কুয়েত সরকার সরাসরি ফ্লাইটের মাধ্যমে দেশটিতে ফেরার ক্ষেত্রে প্রথম ধাপে গৃহকর্মীদের সুযোগ করে দিয়েছে।
ফলে ১৪ ডিসেম্বর থেকে কুয়েতে ফিরছেন ভারতীয় ও ফিলিপিনো নাগরিক।
অন্যদিকে বাংলাদেশ থেকে ”গৃহকর্মী” খাদেম ভিসার প্রবাসীরা সরাসরি ফেরার সুযোগ পাচ্ছেন ২৪শে ডিসেম্বর থেকে।
প্রতিদিন ৬০০ গৃহকর্মী কুয়েতে ফিরবেন, দেশটির বাইরে থাকা প্রায় ৮০ হাজার গৃহকর্মী কুয়েতে ফিরতে ৪ মাসেরও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
-আ হ জুবেদ