আ হ জুবেদ ঃ কুয়েতে ইউপিএল চ্যালেঞ্জার কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভারতের এন্সিএম টিমকে বিশাল ব্যবধানে হারিয়ে ওসমানী স্পোর্টিং ক্লাব কুয়েত এর গৌরবোজ্জ্বল জয়।
শুক্রবার কুয়েতের গার্নাডা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের এন্সিএম ক্রিকেট দল।
১৬ ওভার ৩ বল খেলে ১০৯ রান সংগ্রহ করে গুটিয়ে যায় দলটি।
জবাবে কুয়েতের স্বনামধন্য ক্রিকেট দল ওসমানী স্পোর্টিং ক্লাব ১৬ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে শিরোপা জিতে নেয়।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন, মেহেদি হাসান এবং সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হন, তৌহিদুল ইসলাম।
প্রায় তিন মাস আগে শুরু হওয়া ইউপিএল চ্যালেঞ্জার কাপ ক্রিকেট টুর্নামেন্টে এশিয়ার বিভিন্ন দেশের ২৮টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।
সেখানে একমাত্র বাংলাদেশের ক্রিকেট দল ওসমানী স্পোর্টিং ক্লাব অংশ নিয়ে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ফাইনালে অর্জন করে এক গৌরবোজ্জ্বল জয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এন্সিএম দলের সিনিয়র নেতৃবৃন্দ, ওসমানী স্পোর্টিং ক্লাব কুয়েতের পরিচালক মোঃ সুমন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, আরেফিন, নজরুল,মোস্তফা,হাসান সহ অনেকে।