আ হ জুবেদ: পহেলা আগস্ট থেকে কুয়েত সরকার আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণাও দেয় উপসাগরীয় এ দেশটি।
তবে পহেলা আগস্ট বাণিজ্যিক ফ্লাইট চালু হলেও ৭ দেশের প্রবাসীরা যথাক্রমে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, শ্রীলংকা ও ফিলিপাইনের নাগরিক আপাতত কুয়েত ফিরতে পারছেন না।
বৃহস্পতিবার কুয়েত মন্ত্রিসভার মুখপাত্র, সেন্টার ফর গভর্নমেন্ট যোগাযোগ (সিজিসি) এর টুইটে উল্লেখ করা এক পোস্টের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে।
এদিকে কুয়েতের বাইরে থাকা প্রবাসীরা যখন কুয়েত ফিরতে প্রস্তুতি নিচ্ছিলেন ; ঠিক তখন ৭ দেশের প্রবাসীরা কুয়েত প্রবেশ করতে পারবেন না। এ খবরটি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশের পর করোনা পরিস্থিতির আগে ছুটিতে যাওয়া প্রবাসী বাংলাদেশীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন।