আ,হ,জুবেদ কুয়েত থেকেঃ কুয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ৩ জনের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অন্য দুজন এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন।
জানাগেছে, গত সোমবার বিকেল ৪টায় কর্মস্থল থেকে ফেরার পথে দেশটির আবদালী ও জাহারা নামক এলাকার একটি রাস্তায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজন হলেন গাড়ীর ড্রাইভার আলা উদ্দিন (৩০) বাড়ী চট্টগ্রাম-মিরসরাই, আবু বক্কর সিদ্দিক (৫০) কুমিল্লা চৌদ্দগ্রামের শ্রিপুর ইউনিয়ন সাতঘরিয়া গ্রাম এবং মাহমুদুল আলম (৩৮) কুমিল্লা।
জানা গেছে, গাড়ীটিতে ড্রাইভারসহ মোট ১৯ জন প্রবাসী ছিলেন, এদের প্রত্যেক’ই বাংলাদেশি মালিকানাধীন মারাফি কুয়েতিয়া কোম্পানিতে কর্মরত।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, আরো দু’জন আইসিইউ তে আশঙ্কাজনক অবস্থায় এবং সাতজন আহত জাহারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ চলছে।
পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, নিহতদের লাশ দেশে পাঠাতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করবে।