আ হ জুবেদঃ কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলো ঈদুল ফিতর উদযাপনের জন্য প্রস্তুত। আর মাত্র একদিন পরই কুয়েতে ঈদ উদযাপন করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। তবে ঈদের আগে কেনাকাটা সেরে নিতে প্রবাসীরা ব্যস্ত সময় পার করছেন কুয়েত সিটিস্থ সুক আল-ওয়াতানিয়া মার্কেটে।
কুয়েতের বিপণিবিতানগুলোতে প্রবাসী বাংলাদেশিদের ভিড় বেড়েছে। বিদেশের মাটিতে শুধুই বাংলাদেশিদের কেনাকাটার এ ভিড়কে মেলাই বলা চলে। বাংলাদেশি ক্রেতা-বিক্রেতাদের যেন মিলনমেলা বসেছে কুয়েতের সুক আল-ওয়াতানিয়া শপিংমলে।
কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। যাঁদের ঘাম ও শ্রমে স্ফীত হয়ে উঠছে দেশের রেমিটেন্স। ঈদ কেনাকাটায় এই রেমিটেন্স যোদ্ধারা ভিড় করেছেন কুয়েত সিটির প্রাণকেন্দ্র মুরগাবে অবস্থিত সুক আল ওয়াতানিয়া শপিংমল। এই শপিংমলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। গত দুই বছরের তুলনায় এবারের ঈদে প্রবাসী ব্যবসায়ীদের ভালো ইনকাম হচ্ছে।
শপিংমলে দোকান মালিকরা জানান, অপর্যাপ্ত কর্মচারী থাকার কারণে ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটছে।
প্রবাসীদের নিজের বা স্বজনের জন্য ঈদের কেনাকাটায় প্রথম পছন্দ পাঞ্জাবি।
বাংলাদেশ থেকে আসা নানান ডিজাইনের পাঞ্জাবিতে সয়লাব সুক আল-ওয়াতানিয়া।
প্রবাসীরা মনের আনন্দে কিনছেন পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক।
সুক আল ওয়াতানিয়া শপিংমলে দোকানের সংখ্যা প্রায় ৪০০, যার ৫০ শতাংশেরও বেশি বাংলাদেশি মালিকানাধীন দোকান।
বাংলাদেশের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে কুয়েতে। ঈদে অনেক প্রবাসী বাংলাদেশিদের ইচ্ছা থাকে দেশের পাঞ্জাবি পরবেন। এরই মধ্যে লক্ষাধিক পাঞ্জাবি বিক্রি করেছেন এ শপিংমলের ক্রেতারা।