সোমবার প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালেদের নেতৃত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে কুয়েতে সরকারি যোগাযোগ বিভাগের প্রধান তারিক আল-মেজরিম এক সংবাদ সম্মেলনে জানান, COVID-19-এর বিস্তার রোধে সারা দেশে চলমান ১০ ঘন্টার আংশিক কারফিউ ঈদুল ফিতরের প্রথম দিন প্রত্যাহার করা হবে। এটি কার্যকর হবে ঈদের দিন রাত ১টা থেকে।
এদিকে, কুয়েতে বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান গুলো রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে পরবর্তী নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত এর আওতার বাইরে থাকছে যথাক্রমে, ফার্মেসী, সুপারমার্কেট, স্বাস্থ্যসেবা সরবরাহকারী, রেস্তোঁরা, ক্যাফে এবং রক্ষণাবেক্ষণ পরিষেবাগুলি।
তারিক আল-মেজরিম জানান, সিনেমা ও থিয়েটারগুলি খোলা থাকবে। তবে যারা করোনার টিকা গ্রহণ করেছেন, শুধুমাত্র তারাই প্রবেশাধিকার পাবেন।
রেস্তোঁরা ও ক্যাফে শুধুমাত্র টেকাওয়ে এর জন্য অনুমতি দেওয়া হয়েছে।
সরকারী ও বেসরকারীভাবে পরিচালিত কর্মস্থলে ষাট শতাংশের বেশি কর্মীদের শারীরিক উপস্থিতি উচিত হবেনা।
এই সিদ্ধান্ত সোমবার ১৭ মে কার্যকর এর কথাও জানান তিনি।